Sunday, 14 January 2018

Ahoban

মায়া মায়া আলোতে
ভীরু ভীরু পায়েতে
তুমি এলে নিরবে কাছে


নিভু নিভু আলোতে
ঝিরি ঝিরি বাতাসে
তুমি এলে সঙ্গোপনে


ওমম... নয়নে গোপনে
যত দেখি কাটেনাটো ঘোর
হ... অঅঅ...
এসনা আবেশে
প্রেমেরও নেশাতে বিভোর
হৃদয়ে ওঠে ঝর


মাতাল পপ্রণয়ের আলো
কি নেশা ছড়াল
চোখের ইশারাতে
উতাল সে আহবানে
নয়নে নয়নে
দিশা এ নিশীথে হা ...


হ অ অ উদাসি বাতাসে
তোমারই সুবাসে
ঝরাল উন্মাদনা
চপলও চাহনি
তুমি মায়াবিবি
জরালে শিহরণে


চুপি চুপি এই নিশি
বলে যায় ভালবাসি
নিরালাই নিরজনতায়
ও ম ম তুমি আমি মুখোমুখি
এস তবে কাছাকাছি
এসনা আলিঙ্গনে


মাতাল পপ্রণয়ের আলো
কি নেশা ছড়াল
চোখের ইশারাতে
উতাল সে আহবানে
নয়নে নয়নে
দিশা এ নিশিতে হা ...


মায়া মায়া আলোতে
ভীরু ভীরু পায়েতে
তুমি এলে নিরবে কাছে


নিভু নিভু আলোতে
ঝিরি ঝিরি বাতাসে
তুমি এলে সঙ্গোপনে


ওমম... নয়নে গোপনে
যত দেখি কাটেনাটো ঘোর
হ... অঅঅ...
এসনা আবেশে
প্রেমেরও নেশাতে বিভোর
হৃদয়ে ওঠে ঝর


মাতাল পপ্রণয়ের আলো
কি নেশা ছড়াল
চোখের ইশারাতে
উতাল সে আহবানে
নয়নে নয়নে
দিশা এ নিশীথে হা ..


No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...