Tuesday, 9 January 2018

রোদ বলেছে হবে

শিরোনামঃ রোদ বলেছে হবে
কন্ঠঃ অর্ণব
কথাঃ রাজীব আশরাফ
সুরঃ অর্ণব
অ্যালবামঃ রোদ বলেছে হবে

আগেই তোকে জানিয়ে দিতাম রোদ বলেছে হবে
জেনে নেওয়ার এই বাতাসের জন্ম কোথায় কবে

আগেই তোকে জানিয়ে দিতাম রোদ বলেছে হবে
জেনে নেওয়ার এই বাতাসের জন্ম কোথায় কবে

বৃষ্টি ছিল রোদের ছুটি তাই গিয়েছি ভুলে
রোদ ছাড়া আর সেই বাতাসের আছে কে তিন কুলে
বৃষ্টি ছিল রোদের ছুটি তাই গিয়েছি ভুলে
রোদ ছাড়া আর সেই বাতাসের আছে কে তিন কুলে

থাকেনা বাতাস আটকে চুলে রাত্রি নদীর কূলে
তুই এলে ঠিক আমি না হয় দেবো সে ফুল তুলে

বৃষ্টি ছিল রোদের ছুটি তাই গিয়েছি ভুলে
রোদ ছাড়া আর সেই বাতাসের আছে কে তিন কুলে
বৃষ্টি ছিল রোদের ছুটি তাই গিয়েছি ভুলে
রোদ ছাড়া আর সেই বাতাসের আছে কে তিন কুলে (২)

No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...