Saturday, 13 January 2018

ক্যালেন্ডারের পাতা

ভেবোনা এতো বেশী ভেবে
ভেবে কি হবে
মিছে মিছি ভেবে কি
পেয়েছ কে কবে
জীবনতো নয় ছকে বাঁধা
ক্যালেন্ডারের কোন
পাতা
চলো হারাই, অজানায় পাল
তুলে আবেগে।
চেয়ে দেখো ঐ নীল নীল
আকাশ
কখনো হয়না পুরানো
মনে লেগেছে আজ মাতাল
বাতাস
ভাবছো বলো তবু কেন।
মন কি যে চায়, চায় কি তা
জানিনা বুঝিনা
চাঁদেরি আলো নাকি অবুঝ
জোছনা জানিনা।


দেয়ে দেখো ঐ ঝিলমিল
তারা
সেজেছে কত যে সাজে
খুঁজে পাবে দেখো সবকিছু
আজ
হারিয়ে নিজেরই মাঝে
মন কি যে চায়, চায় কি তা
জানিনা বুঝিনা
অধরা শ্রাবণ নাকি,
প্রিয় ঠিকানা জানিনা।


No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...