Monday, 8 January 2018

বাবু রে

তোর কথা কে বা শোনে তোকে কে মানে রে কেন তোর উচু বাড়ি
কেন তুই বাবু রে তোর কিসের গরম এত কষ্ট খুব আহারে তোর জুতোর ওজন ভারী তা কি তুই বাবু রে তোর বুঝি সাদা কলার সময় নেই কথা বলার তোর বুঝি নোংরা লাগে নাকে রুমাল চাপা দে তোর কথা কে বা শোনে তোকে কে মানে রে কেন তোর উচু বাড়ি কেন তুই বাবু রে যদি মাটির নীচে খনি পাস তবে মারবি মানুষ ফেলবি লাশ তুই সংরক্ষণে ভয় পাবি আর ঘুমের ওষুধ টপকাবি তোর চাঁদে যাওয়া হল না হবেনা জানি তোর ফর্সা হওয়া হল না
তোর চাঁদে যাওয়া হল না হবেনা জানি তোর ফর্সা হওয়া হল না হবেনা জানি হবেনা হবেনা হবেনা হ... বে... না... খালি তোর মাইনে বাড়ে ওই বোকা শহরে তোর গাড়ি ধোঁয়া ছাড়ে তাই কি তুই বাবু রে তোর জীবন সত্যি খুব দামী তোর যুদ্ধে যাওয়া বোকামী তুই যুদ্ধে যাবি কোন মুখে তোর সাহস আছে কোন বুকে সম্পত্তি কেউ ই পেলো না পাবে না জানি তোর ছেলেপুলে হল না হবে না জানি সম্পত্তি কেউ ই পেলো না পাবে না জানি তোর ছেলেপুলে হল না হবে না জানি হবেনা হবেনা হবেনা হ... বে... না... তোর কথা কে বা শোনে তোকে কে মানে রে কেন তোর উচু বাড়ি কেন তুই বাবু রে তোর কিসের গরম এত কষ্ট খুব আহারে তোর জুতোর ওজন ভারী তা কি তুই বাবু রে তোর বুঝি সাদা কলার সময় নেই কথা বলার তোর বুঝি নোংরা লাগে নাকে রুমাল চাপা দে তোর কথা কে বা শোনে তোকে কে মানে রে কেন তোর উচু বাড়ি কেন তুই
বাবু রে

No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...