তোমরা যা বলো তাই বলো,
আমার লাগে না মনে।
আমার যায় বেলা, বয়ে যায়
বেলা,
আমার যায় বেলা, বয়ে যায়
বেলা কেমন কেমন বিনা
কারণে॥
তোমরা যা বলো তাই বলো
এই পাগল হাওয়া কী
গান-গাওয়া
ছড়িয়ে দিয়ে গেল আজি
সুনীল গগনে॥
সে গান আমার লাগল যে গো
লাগল মনে,
আমি কিসের মধু খুঁজে
বেড়াই ভ্রমরগুঞ্জনে
ওই আকাশ-ছাওয়া কাহার
চাওয়া
এমন ক'রে লাগে আজি আমার
নয়নে॥ তোমরা যা বলো তাই
বলো, আমার লাগে না মনে।
আমার যায় বেলা, বয়ে যায়
বেলা,
আমার যায় বেলা, বয়ে যায়
বেলা কেমন কেমন বিনা
কারণে॥
তোমরা যা বলো তাই বলো
Monday, 8 January 2018
তোমরা যা বলো
Subscribe to:
Post Comments (Atom)
হাসপাতালে
আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...
-
মাঝরাতে লাইব্রেরীতে তারই অপেক্ষায় বসে ভাবছি কতক্ষণে সে আসবে আমার নিদ্রাহীনতার দেশে সঙ্গিনী অশরীরী কখনও এ্যাতোটা করেনা দেরী ...
-
তোমায় নীল তোমায় লাল তোমায় সবুজ দেব আমি ছোঁব কালো বাসবো ভালো হয়ে অবুজ বিপথগামী ওহ ও ও তোমায় নীল তোমায় লাল তোমায় আমি সকাল দেব ত...
-
চিলতে রোদে পাখনা ডোবায় মুচকি হাসে শহরতলী চিলতে রোদে পাখনা ডোবায় মুচকি হাসে শহরতলী রোজ সকালে পড়ছে মনে রোজ সকালে পড়ছে মনে এ কথাটা কেমনে ...
No comments:
Post a Comment