আছে ক্লাস রুম, আছে চক
আছে টিচারের বকবক.
আছি আমি নিজের মনের অন্তরেই.
আছে বই এর ভিতর ভূত
আছে মোঘল আর রাজপুত
ছেড়ে দিন আমাকে, প্লিজ ছেড়ে দিন
আছে গভীর দীর্ঘশ্বাস
আছে শিক্ষার পরিহাস
আছে ফেইল, আছে পাস
বিরক্তি বার মাস.
ওরা বড় হবে, চড়বে গাড়ি
আর আমি কাটবো ঘাস।
লা লা লা ... লালালালা. (২)
আছে টিচারের বকবক.
আছি আমি নিজের মনের অন্তরেই.
আছে বই এর ভিতর ভূত
আছে মোঘল আর রাজপুত
ছেড়ে দিন আমাকে, প্লিজ ছেড়ে দিন
আছে গভীর দীর্ঘশ্বাস
আছে শিক্ষার পরিহাস
আছে ফেইল, আছে পাস
বিরক্তি বার মাস.
ওরা বড় হবে, চড়বে গাড়ি
আর আমি কাটবো ঘাস।
লা লা লা ... লালালালা. (২)
No comments:
Post a Comment