Monday, 8 January 2018

তারার মতো জ্বলব

আমি তারার মতো জ্বলব, তোমার কথা বলব, দেখি আমায়, কে আটকায়?
আমি তোমার শরীরে, চামড়ার গভীরে, বয়ে যাই, কে আটকায়? তোমার ethics থাকে পাহারায়, যতবার, আমি তোমাকে দু হাতে পাই ততবার। ভেবে দেখ অন্য সকাল, নয়ত পর্দার আড়াল, বুকের ভেতরে – এখনো, এখনো লাল। ভেবে দেখ অন্য শহর, কিংবা পরের বছর, বুকের ভেতরে – এখনো, এখনো ঝড়। আমি মেঘের মত একা, আর তোমার সাথে দেখা, যদি কোথাও হয়ে যায় আমি ছুটে যাব আবার কিছু থাক বা না থাক পাওয়ার দেখি আমায়, কে আটকায়?
তোমার ethics থাকে পাহারায়, যতবার, আমি তোমাকে দু হাতে পাই ততবার। ভেবে দেখ অন্য সকাল, নয়ত পর্দার আড়াল, বুকের ভেতরে – এখনো, এখনো লাল। ভেবে দেখ অন্য শহর, কিংবা পরের বছর, বুকের ভেতরে – এখনো, এখনো ঝড়।

No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...