Monday, 8 January 2018

খেলনা বাটি রান্না

তুমি ডাকলে আসছি, ভালো লাগলে হাসছি, মন ব্যথা চোখ ভরে কান্না| একই সিঁড়ি ভাঙা, কুমীর ডাঙা,

তবু সব খেলনা বাটি রান্না|
একই আশা চলছি, একই ভাষা বলছি,
ছোট মুখে বড় কথা আর না|
তুমি ডাকলে আসছি, ভালো লাগলে হাসছি.
মন ব্যথা চোখ ভরে কান্না|
এক সিঁড়ি ভাঙা, কুমীর ডাঙা,
তবু সব খেলনা বাটি রান্না|
কিছুই বানানো হয়নি আমার মাপে,
অনেক নিচুতে কুড়িয়ে বাঁচার ঠাট্টা, অভিশাপে|

তোমাদের চোখে আমরাই লিলিপুট, গোছানো শহরে, অন্য গ্রহের নিতান্ত বিদ্ঘুট|
অনেক হয়েছে এইবার হাত ধর না|
এইবার হাত ধর না|
একই সিঁড়ি ভাঙা, কুমীর ডাঙা,
ছোট মুখে বড় কথা আর না|
তুমি ডাকলে আসছি,
ভালো লাগলে হাসছি, মন ব্যথা চোখ ভরে কান্না

No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...