Monday, 8 January 2018

সূর্য রঙ্গিন

সূর্য রঙ্গিন তার পূর্বেএকবেলা দেরী করে ওঠেছায়া ফেলে সাধা কালো লালচেমেঘ জমে থাকে তার ঠোঁটেকখনো উপচে পড়ে ধড়ফড়িয়ে প্রাণ,রাস্তা বদল করে হাওয়াআ..আ..আ..আ..আ..আ..আ..আ..আ..আ..আ..আ..আ..আ..আ..আ..আ..আ..এ যেন ছেলে খেলা আলোচনা হতে দাওযেই গলিতে গাড়ি ঢোকে নাএ যেন মাঝারি শহরে কিছু বাজারি গানদু-কান আমার জানি শুনে নাছাতাগুলো দোলে, ডানা মেলে রোদরোদে জামা ভেজে, পথে অবরোধনিচু বাড়িগুলো খালি তোলে হাই,পিছুটানে পায়ে আরো গতি চাই।আ..আ..আ..আ..আ..আ..আ..আ..আ..আ..আ..আ..আ..আ..আ..আ..আ..আ..আমিও জানি আমি গেঁথে গেছি আলপিনে,কত কি ছুটে চলে দু পাশে।কখনো ভেবো বসে তুমি নিয়ে লোফালুফিএ খেলা খেলে কার কি আসে?চোখে হাসি আর, হাতে তালি থাকভাঙা বিকেলের কাছে ফেরা যাকঘন হতে থাকে মোহহীনতাকেটে যায় ঘোর বাড়ে দীনতা।

No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...