Monday, 8 January 2018

চাকা

ঘুরছি আমি ঘুরছে চাকা
উড়ছে খুলি উড়ছে টাকা
পুড়ছে চোখের চামড়া পালক
পারছি না আর নেভাও আলো।
শহরতলির মনের ভেতর
তোমার পায়রা মাখছে আতর
খুশবু লোটায় কানের কাছে
আমার কলজে খেজুর গাছে।

আমার কথা আর বলো না, বলো না
কবি হওয়া আর হল না, হল না
চাইছ কেন রাতের হিসেব
টেবিল জুড়ে কলম পিষে
কাব্যি করা উঠল ডকে
আমার মাথায় কুকুর ডাকে।

২)
মা মাটি হাতুড়ি কাস্তে
গিলছে মানুষ আস্তে আস্তে
আমরা নাচছি পথে পথে
বন্ধ ডাকছি উলটো রথে।
মানিক বাবুর শুটিং ক্যান্সেল
সবার বুদ্ধি হচ্ছে পার্সেল
আজকে যদি থাকত হুতম
পিটিয়ে তোদের করত খতম।


আমার কথা আর বলো না, বলো না
কবি হওয়া আর হল না, হল না
চাইছ কেন রাতের হিসেব
টেবিল জুড়ে কলম পিষে
কাব্যি করা উঠল ডকে
আমার মাথায় কুকুর ডাকে।

No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...