ঘুরছি আমি ঘুরছে চাকা
উড়ছে খুলি উড়ছে টাকা
পুড়ছে চোখের চামড়া পালক
পারছি না আর নেভাও আলো।
শহরতলির মনের ভেতর
তোমার পায়রা মাখছে আতর
খুশবু লোটায় কানের কাছে
আমার কলজে খেজুর গাছে।
উড়ছে খুলি উড়ছে টাকা
পুড়ছে চোখের চামড়া পালক
পারছি না আর নেভাও আলো।
শহরতলির মনের ভেতর
তোমার পায়রা মাখছে আতর
খুশবু লোটায় কানের কাছে
আমার কলজে খেজুর গাছে।
আমার কথা আর বলো না, বলো না
কবি হওয়া আর হল না, হল না
চাইছ কেন রাতের হিসেব
টেবিল জুড়ে কলম পিষে
কাব্যি করা উঠল ডকে
আমার মাথায় কুকুর ডাকে।
কবি হওয়া আর হল না, হল না
চাইছ কেন রাতের হিসেব
টেবিল জুড়ে কলম পিষে
কাব্যি করা উঠল ডকে
আমার মাথায় কুকুর ডাকে।
২)
মা মাটি হাতুড়ি কাস্তে
গিলছে মানুষ আস্তে আস্তে
আমরা নাচছি পথে পথে
বন্ধ ডাকছি উলটো রথে।
মানিক বাবুর শুটিং ক্যান্সেল
সবার বুদ্ধি হচ্ছে পার্সেল
আজকে যদি থাকত হুতম
পিটিয়ে তোদের করত খতম।
মা মাটি হাতুড়ি কাস্তে
গিলছে মানুষ আস্তে আস্তে
আমরা নাচছি পথে পথে
বন্ধ ডাকছি উলটো রথে।
মানিক বাবুর শুটিং ক্যান্সেল
সবার বুদ্ধি হচ্ছে পার্সেল
আজকে যদি থাকত হুতম
পিটিয়ে তোদের করত খতম।
আমার কথা আর বলো না, বলো না
কবি হওয়া আর হল না, হল না
চাইছ কেন রাতের হিসেব
টেবিল জুড়ে কলম পিষে
কাব্যি করা উঠল ডকে
আমার মাথায় কুকুর ডাকে।
No comments:
Post a Comment