Saturday, 13 January 2018

হাজার বিছানায়




এক হাত থেকে অন্য হাতে
শুধু বদলাও হাজার বিছানায়
কীসের সান্তনা

খুঁজে বেড়াও

কোন লজ্জায় বহু ব্যবহৃত
ঠোঁটে হাসি রেখেছ এঁকে
হারিয়েছ কি নিরুদ্দেশের
ঠিকানাটাও

এক হাত থেকে অন্য হাতে
শুধু বদলাও হাজার বিছানায়
কীসের সান্তনা
খুঁজে বেড়াও

কোন লজ্জায় বহু ব্যবহৃত
ঠোঁটে হাসি রেখেছ এঁকে
হারিয়েছ কি নিরুদ্দেশের
ঠিকানাটাও

তোমাকে দেখলে এখন কিছুটা কষ্ট হয়
তোমাদের মিথ্যের দুনিয়াটা শুধু স্পষ্ট হয়
এভাবেই, সব সম্ভাবনাই যদি নষ্ট হয়
অচিরেই শেষ হবে পৃথিবী তুমি কি সেটাই চাও

একদিন শেষ হয়ে যাবে সব
শেষ হবে লোক ঠকানোর উৎসব
যা তুমি ভাবছো আজ অসম্ভব
কাল হবে

সেই ফেলে আসা ফিরে আসার পথ
আর ছুড়ে ফেলা কোনও শপথ
অনুশোচনার আঁচে জেগে রাত
সকাল হবে

রঙ পালটে নেবে গিরগিটি
বিপ্লব শুধু ভ্যানিটি
পাইকারি এই কারবারে
বারেবারে
দাঁড়িয়ে আছে জিপসি ক্যারাভ্যান
যাব as soon as I can
বৃথা উদ্ভিদ ঘর বাড়িতে
রাত বাড়ে

তোমাকে দেখলে এখন কিছুটা কষ্ট হয়
তোমাদের মিথ্যের দুনিয়াটা শুধু স্পষ্ট হয়
এভাবেই, সব সম্ভাবনাই যদি নষ্ট হয়
অচিরেই শেষ হবে পৃথিবী তুমি কি সেটাই চাও

একদিন শেষ হয়ে যাবে সব

No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...