Tuesday, 9 January 2018

ইনিয়ে বিনিয়ে

শিরোনামঃ ইনিয়ে বিনিয়ে
কন্ঠঃ অর্ণব, জোহাদ
কথাঃ অর্ণব
সুরঃ অর্ণব
গীটারঃ মাহের
অ্যালবামঃ রোদ বলেছে হবে

ইনিয়ে বিনিয়ে
দিন কাটে না, না কাটে মোর স্বপ্ন রোগ
মন কাটা ঘা,
কোন কাঁটাটা, কষ্ট বাড়ায় দিচ্ছে যোগ
যোগ আসনে
বসছেনা মন, ভাবনা চলার কারখানা
কারখানাতে
কাজের মানা, কল্পনাদের কাট ডানা

কল্পনাতে আলপনা তাই
অলঙ্করণ রঙ্গীন সাজ
ইনিয়ে বিনিয়ে
দিন কাটে না, তোর কাছে তাই
যাচ্ছি আজ

No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...