Tuesday, 9 January 2018

চালাক তুমি

শিরোনামঃ চালাক তুমি
কথাঃ অর্ণব
কন্ঠঃ অর্ণব
সুরঃ অর্ণব
অ্যালবামঃ হোক কলরব

চালাক তুমি ছল করে তাই দিচ্ছো ফাঁকি আমায়
আমার মধ্যে আটকে আমি যাচ্ছে চলে সময়
হুড়মুড়িয়ে সব কিসের তাড়ায় মরছি ছুটে সবাই
ভিড়ছি দলে ভাবছিনাতো তোমার কাছে কি চাই

ছাই হয়েছে ভাবনা অনেক মন দিতে চায় পাড়ি
দূরেই দূরে থাকো তুমি তোমার সাথে আড়ি
বাড়ি গাড়ি ব্যস্ত শহর কলের মধ্যে কল
ধ্রুবতারা মোর করলো চুরি ওই কালো ধোঁয়ার দল।

ছল করে তাই হচ্ছো বোকা থাকছো একা একা
অনেক কথায় রইলো জমে বলবো হলে দেখা।

No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...