এবার মরলে গাছ হবো
আমি সবুজ সারা গায়ে
এবার মরলে গাছ হবো
আমি দাঁড়িয়ে খালি পায়ে
সবুজ বুঝি বিষের নেশায়
ওড়ায় ঘৃণার রুমাল চোখ খুলে
তাকিয়ে দেখি হিংসা রঙের সকাল
মানুষ বুদ্ধি মানুষ সেরা
বোকার হদ্দ হলাম সারা জীবন
মানুষ সেজে
এবার মরলে গাছ হবো আমি
সূর্যের দিকে মাথা
এবার মরলে গাছ হবো আমি
শরীর জুড়ে পাতা
মাটির খাবার শেখড় চেনে
শক্ত করে রাখে এক ঠিকানায়
বছর বছর অপেক্ষা-তে থাকে
মানুষ হয়ে বাচলাম ঠিকি
কাজের কাজ কি করলাম
ঘুমোতে চাই গাছের কোঠরে
এবার মরলে গাছ হবো আমি
সূর্যের দিকে মাথা
এবার মরলে গাছ হবো আমি
শরীর জুড়ে পাতা
No comments:
Post a Comment