Monday, 8 January 2018

অদ্ভুত মুগ্ধতা

কত কত দিন কাব্যহীন
থেকে যায় ডিমের সাদায়।
কিছু কিছু নাম প্রেমিকার জিভে

জড়িয়ে যায় কখনো বা কাঁদায়।

মাদুর হাতে আবছায়াতে চোখের উপর চুল
প্রতিমাসে সর্বনাশে জমতে থাকা ভুল।

আমি এত সব বলতে চাই না
যদি বিনা আহ্বানে আমার ঘরে ঢুকে যাও
আলমারি নেড়ে ঘেঁটে যদি কিছু খুঁজে পাও
তোমার কাছে রেখে দিও আমি কিছু চাই না
নিজেকে ভেঙ্গে ফেলে জুড়ে নিও আয়নায়।

তোমার এ মহাসন কালোতে ঢাকা সে
পুরনো প্রেমিকার মত তারা আকাশে
কখনো খসে পড়ে কখনো বা কবিতায়
কলমে কাগজে গলাকাটা দাম চায়।

চাই চাই এক অদ্ভুত মুগ্ধতা দাও দাও এক অদ্ভুত মুগ্ধতা
চাই চাই এক অদ্ভুত মুগ্ধতা দাও দাও এক অদ্ভুত মুগ্ধতা ।

কিছু কিছু রাত সেই আঘাত
বিদ্ধ হই আলোর ফ্লাশে
কত কত চিঠি চোখ সরাই
যেই আমি চলে যাই ক্লাসে

মাদুর হাতে আবছায়াতে চোখের উপর চুল
প্রতিমাসে সর্বনাশে জমতে থাকা ভুল।

আমি এত সব বলতে চাই না
যদি বিনা আহ্বানে আমার ঘরে ঢুকে যাও
আলমারি নেড়ে ঘেঁটে যদি কিছু খুঁজে পাও
তোমার কাছে রেখে দিও আমি কিছু চাই না
নিজেকে ভেঙ্গে ফেলে জুড়ে নিও আয়নায়।

No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...