Tuesday, 9 January 2018

বাক্সে বাক্সে

শিরোনামঃ বাক্সে বাক্সে
কথাঃ মিলিতা/অর্ণব
কন্ঠঃ অর্ণব
সুরঃ অর্ণব
অ্যালবামঃ হোক কলরব

বাক্সে বাক্সে বন্দী বাক্স
বাক্সে বাক্সে বন্দী বাসা
বাক্স দিয়ে বাক্স গড়া
বাক্স দিয়ে স্বপ্ন আশা

বোকা বাক্সের কোপ পড়েছে
হারিয়ে গেছে গানের খাতা
বাক্সে বাক্সে ঘুরে বেড়াই
যাচ্ছে উড়ে আঁকার পাতা।

ছোট বড় রঙ্গীন বাক্স
ভীড় করেছে সবুজ মাঠে
রোদ বৃষ্টি বাক্সে পড়ে
বাক্সে আছি অন্ধকারে।

No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...