Tuesday, 9 January 2018

আমার হারিয়ে যাওয়া

আমার হারিয়ে যাওয়া
তুমুল কালো মেঘ
তোর হারিয়ে যাওয়া কাশের
বনে
আমার পাট হয়েছে চুলের
সিঁথি আর শার্ট
তোর ঝাট পরেনি দুদিন
ঘরের কোনে
আমার সময় হলো অন্তবিহিন
পথ
তোর সময় হলো নিরব
যন্ত্রনা
আমার একেলা, একেলা কেবল
লাগে
তোকে ভীড় করেছে
বিচ্ছিরি মন্ত্রনা।
আমার হারিয়ে যাওয়া
তুমুল কালো মেঘ
তোর হারিয়ে যাওয়া কাশের
বনে।

No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...