Monday, 8 January 2018

নীল মেঘ মাসে

ছায়াপথ ভুলে গেলে, চোখ মুছে, খসে তারা।
ঝিলমিল শোক-মিছিল বের করে জোনাকিরা। শিরশিরে আদরের মাঝখানে, থেমে গেছে গল্পের ক্লাস। ঘামে ভেজা শরীর খুঁজতে গিয়েছে রাতপাখিদের ইস্কুল-বাস। তবু ঝড়ের আলো আকাশে, বেজে ওঠে ওই নীল মেঘ মাসে, কৃষ্ণচূড়া ... তবু ঝড়ের আলো আকাশে, বেজে ওঠে ওই নীল মেঘ মাসে, কৃষ্ণচূড়া ... চাঁদ ডুবে গেলে, ভয় পেলে, পাখি ডাকে। একা বিছানাতে, ঘুমের ঠোট খোঁজে কাকে। মায়া মায়া জোছনায় শঙ্খ লেগে, মিলে মিশে ছিল দুটো ভুল। নোনা জল শুকিয়েছে তোর গালে, নিকোটিন চুষেছে আঙ্গুল। তবু ঝড়ের আলো আকাশে, বেজে ওঠে ওই নীল মেঘ মাসে, কৃষ্ণচূড়া ...
তবু ঝড়ের আলো আকাশে, বেজে ওঠে ওই নীল মেঘ মাসে, কৃষ্ণচূড়া ... তবু ঝড়ের আলো আকাশে, বেজে ওঠে ওই নীল মেঘ মাসে, কৃষ্ণচূড়া ... ভেজা ফুটপাথে, কোনো রাতে, পরি নামে। তার পালক জরিয়ে যায়, ফেলে যাওয়া চুইং গামে। আসমানী পালকের রক্তের ছিটে, বেঁচে গেছে চোর-বরাত। অল্প-মাংস কিছু উপড়ে এসেছে, পরি ব্যথায় কেঁদেছে সারা-রাত। তবু ঝড়ের আলো আকাশে, বেজে ওঠে ওই নীল মেঘ মাসে, কৃষ্ণচূড়া ... তবু ঝড়ের আলো আকাশে, বেজে ওঠে ওই নীল মেঘ মাসে, কৃষ্ণচূড়া ... তবু ঝড়ের আলো আকাশে, বেজে ওঠে ওই ,নীল মেঘ মাসে কৃষ্ণচূড়া ...।।

No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...