Monday, 8 January 2018

একা একলা মন

একা একলা মন, চিনেছে মন কেমন
চিনেছে মন কেমন, কিনেছে মন
কেমন
একা একলা মন, চিনেছে মন কেমন
চিনেছে মন কেমন, কিনেছে মন
কেমন
ভাবনা তোমারই, ঘিরেছে আমায়,
কেন অকারণ
আনমনা মন কেমন, মনমরা মন কেমন
একা একলা মন
ছায়া পেলে তোমার, ছুঁয়ে গেছি
তোমায়
তুমি হেঁটে গেলে
ভেঙ্গেচুরে আমি, বসে আছি
দেখো
তুমি আসবে বলে
হোওওও... ছায়া পেলে তোমার,
ছুঁয়ে গেছি তোমায়
তুমি হেঁটে গেলে
ভেঙ্গেচুরে আমি, বসে আছি
দেখো
তুমি আসবে বলে
হমমম... মুখের আদলে, কত কি যে বলে,
হারালে এখন
আনমনা মন কেমন, মনমরা মন কেমন
একা একলা মন
কিছু আশা বাকি, ভালোবাসা
বাকি
আরো কত কি যে
ফিরে এসো কাছ্ কথা জমে আছে
হাজার বৃষ্টি ভিজে
ওওও... কিছু আশা বাকি,
ভালোবাসা বাকি
আরো কত কি যে
ফিরে এসো কাছ্ কথা জমে আছে
হাজার বৃষ্টি ভিজে
আশেপাশে চলো ,তবুও না বলো
হোলো কি এমন
আনমনা মন কেমন, মনমরা মন কেমন
একা একলা মন, চিনেছে মন কেমন
চিনেছে মন কেমন, কিনেছে মন
কেমন
একা একলা মন
ভাবনা তোমারই, ঘিরেছে আমায়,
কেন অকারণ
আনমনা মন কেমন, মনমরা মন কেমন
একা একলা মন

No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...