যে সমাজে আমার কোনোও জায়গা নেই সেই সমাজেই আবার গাইছি গান যে সমাজে আমার কোনোও জায়গা নেই সেই সমাজেই আবার গাইছি গান আমি মাতাল হতে পারি আমি পাগল হতে পারি আমি ব্যর্থ হতে পারি নিঃস্বার্থ হতে পারি হতে দাও আমার শিকল কাদের হাতে নজরবন্দী থাকতে জানি না আমার ডানায় হাওয়া ছুঁলে ভাবলে কেনো উড়তে জানি না সমাজ থাকুক নিজের মত আমার মুখের লাগাম খুঁজছি না যে সমাজে আমার কোনোও জায়গা নেই সেই সমাজেই আবার গাইছি গান আমি মাতাল হতে পারি আমি পাগল হতে পারি আমি ব্যর্থ হতে পারি নিঃস্বার্থ হতে পারি হতে দাও স্যুটকেসে সব দম ফুরিয়ে ন্যাফথালিনের গন্ধ চিনেছি স্ট্যাতাস ক্যুয়োএ থমকে থেকে বিশাল বিশাল শূণ্য এঁকেছি এখন আমিও সমাজের সংজ্ঞা জানি থাকতেও শিখেছি যে সমাজে আমার কোনোও জায়গা নেই সেই সমাজেই আবার গাইছি গান আমি মাতাল হতে পারি আমি পাগল হতে পারি আমি ব্যর্থ হতে পারি নিঃস্বার্থ হতে পারি হতে দাও হতে দাও... হতে দাও... হতে দাও
Monday, 8 January 2018
Subscribe to:
Post Comments (Atom)
হাসপাতালে
আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...

-
মাঝরাতে লাইব্রেরীতে তারই অপেক্ষায় বসে ভাবছি কতক্ষণে সে আসবে আমার নিদ্রাহীনতার দেশে সঙ্গিনী অশরীরী কখনও এ্যাতোটা করেনা দেরী ...
-
তোমায় নীল তোমায় লাল তোমায় সবুজ দেব আমি ছোঁব কালো বাসবো ভালো হয়ে অবুজ বিপথগামী ওহ ও ও তোমায় নীল তোমায় লাল তোমায় আমি সকাল দেব ত...
-
চিলতে রোদে পাখনা ডোবায় মুচকি হাসে শহরতলী চিলতে রোদে পাখনা ডোবায় মুচকি হাসে শহরতলী রোজ সকালে পড়ছে মনে রোজ সকালে পড়ছে মনে এ কথাটা কেমনে ...
No comments:
Post a Comment