Tuesday, 9 January 2018

মেঘ ফেটে গেছে

শিরোনামঃ মেঘ ফেটে গেছে
কন্ঠঃ অর্ণব
কথাঃ সাহানা বাজপেয়ী
সুরঃ অর্ণব
অ্যালবামঃ রোদ বলেছে হবে

মেঘ ফেটে গেছে
মেঘের মৃদু ফাটল দিয়ে
এক ফালি রোদ্দুর ছড়িয়ে পড়েছে জারুলের মাথায়
সারাদিন ঝড় বৃষ্টি গেছে,
একটা কাক একলা একলা,
ভিজছে এখানে ওখানে,
বৃষ্টি থামতেই উড়ে গেছে কোপাই’র দিকে

কোপাই’র মেটে জল থেকে
বুনো গন্ধে ভিজে
বকের ওই দলটা উড়ে এলো আমার দিকে

গত বিকেলের বার্তাসহ
ডানায় নিয়ে কাশফুলের রোঁয়া

এই বেশ ভালো
মেঘ ফেটে গিয়ে চুঁইয়ে পড়া একটুখানি আলো

No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...