Tuesday, 9 January 2018

তুই কি জানিসনা

তুই কি জানিসনা তোর
জন্য কান্না
ভোরের ঘাসের ঠোটে শিশির
হয়ে ছুটে,
জানিস না কি তুই ঠিক
যখনই ছুই
তোর চোখের পাতা চুল
অমনি ফুটে ফুল অমনি
ফুটে ফুল (২)
তুই নেই বলে পাতা গুলো
সব ফাকা
তুই নেই বলে মন শুধু করে
খাখা (৩)
তুই নেই বলে একলা শালিক
ডাকে
তুই নেই বলে মধু নেই
মৌচাকে
তুই নেই তাই মেঘ কাদে হয়
জল
তুই আসবি আসবিটা কবে বল?
তুই কাছে নেই তাই
বিছ্ছিরি লাগে রাত
বিচ্ছিরি লাগে দিন
বিচ্ছিরি লাগে সাধ,
বিচ্ছিরি লাগে দিন (২)
তবু তুই রয়েছিস বলে, তবু
তুই রয়েছিস বলে
ঘাসফুলে জল দোলে(৩)
তবু তুই রয়েছিস তাই
তারাদের রোস নাই
তবু তুই রয়েছিস জানি
স্বপ্নের হাতছানি (২)
সুরে দূর থেকে ডাকে
মেঠো রাস্তার বাকে
তুই রয়েছিস তাই ওদের
সাথে যাই…
তুই কি জানিসনা তোর
জন্য কান্না
ভোরের ঘাসের ঠোটে শিশির
হয়ে ছুটে,
জানিস না কি তুই ঠিক
যখনই ছুই
তোর চোখের পাতা চুল
অমনি ফুটে ফুল অমনি
ফুটে ফুল

No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...