Monday, 8 January 2018

Ektai porichoi

আজকাল আমি প্রায় সারা সকাল প্যারালাইজড হয়ে বোতল আধঘুমের ভেতর

চোখ খুলি চোখ বুজি

এই টেবিলেই তোকে খুঁজি

দেখি ছায়ার মতো মুখ

কত শত আজকাল

আমি প্রায় সারা সকাল প্যারালাইজড হয়ে বোতল

আধঘুমের ভেতর চোখ খুলি চোখ বুজি

এই টেবিলেই তোকে খুঁজি

 দেখি ছায়ার মতো মুখ

কত শত এ শরীরে একদম রক্ত নেই

 আমার তোর আমার একটাই পরিচয়

 দুজনেরই কাঁচা অভিনয় দুজনের শব্দের অপচয়

তোর আমার একটাই পরিচয়

 দুজনেরই ধরা পড়ার ভয় দুজনের ভুলে ধুলোময়।

 কিছু বিশাল কালো রাত

আমি মেঝেতেই কুপোকাত হয়ে

পাখার মতো চক্রাধারে ঘুরি

তোর কালোর মেলার দিন

আজ শুন্য রেলিং আমি পাথর হয়ে যাই পুরোপুরি

আজকাল আমি প্রায় সারা সকাল প্যারালাইজড

No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...