এক যে ছিল রাজা তার সাহস ক্রাচে ভর তার রাজ্য ছিল মগজে আর বুদ্ধি গুপ্তচর
সাবধান,সাবধান এক যে ছিল রাজা যার যুদ্ধ মানেই জয় তার সুয়োরানি রহস্য আর দুয়োরানি ভয় সাবধান সাবধান সাবধান তার ঘোড়াশালে যুক্তি আর হাতিশালে তেজ তার সঙ্গে কেবল সন্তু যাবে বেঁধেছে লাগেজ দরবার বসে মাথায় ভাবনারা কষে ছক তার যুক্তি গুলো সভাসদ আর বুদ্ধি বিদূষক সাবধান সাবধান সাবধান তার চশমা আঁটা চোখে ঠিক ঠিকরে পড়ে রোদ তার গল্প টোস্টের নুন রোমাঞ্চ মরিচ প্রতিশোধ সাবধান সাবধান সাবধান একখানা পা খোঁড়া তাই বুদ্ধি দ্বিগুন জোর তার শিরদাঁড়াটা সোজা বলেই জিতে যাবার স্কোর সাবধান সাবধান সাবধান এক যে ছিল রাজা তার হাজার অভিযান পাহাড় চুড়োয় দিন কাটে রাত জঙ্গলে কাটান তল্লাশি তদন্ত সব তাকেই ডাক পাঠায় তাই চিরুনি আর ময়না নিয়ে বেরিয়ে পড়েন প্রায় সাবধান সাবধান সাবধান এক যে ছিল রাজা করে সক্কলে কুর্নিশ টিনটিন তাকে সেলাম ঠোকে মানে অ্যাস্টেরিক্স সাবধান সাবধান সাবধান এক যে ছিল রাজা রাজত্ব সবখানেই তাই দুষ্টু লোকের কোন জারিজুরিসডিকশন নেই সাবধান সাবধান সাবধান অ্যাডভেঞ্চারের চিঠি আজ খুলে দিল খাম এক যে ছিল রাজামশাই রায়চৌধুরী নাম সেলাম সেলাম সেলাম
Monday, 8 January 2018
Kaka babur gaan
Subscribe to:
Post Comments (Atom)
হাসপাতালে
আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...
-
মাঝরাতে লাইব্রেরীতে তারই অপেক্ষায় বসে ভাবছি কতক্ষণে সে আসবে আমার নিদ্রাহীনতার দেশে সঙ্গিনী অশরীরী কখনও এ্যাতোটা করেনা দেরী ...
-
তোমায় নীল তোমায় লাল তোমায় সবুজ দেব আমি ছোঁব কালো বাসবো ভালো হয়ে অবুজ বিপথগামী ওহ ও ও তোমায় নীল তোমায় লাল তোমায় আমি সকাল দেব ত...
-
চিলতে রোদে পাখনা ডোবায় মুচকি হাসে শহরতলী চিলতে রোদে পাখনা ডোবায় মুচকি হাসে শহরতলী রোজ সকালে পড়ছে মনে রোজ সকালে পড়ছে মনে এ কথাটা কেমনে ...
No comments:
Post a Comment