Tuesday, 9 January 2018

Khoob Doob

তুই কি জানিস খুব
দিয়েছি ডুব
আবার একটা শান্ত গহীন
জলে?
তুই কি জানিস ফের
ভিজিয়ে গা
সাবধানতা বিকিয়েছি
কৌশলে?


তুই কি বুঝিস রোদের
ঝিকিমিকি
গহীন জলের বুকের উপর
খেলে?
তুই কি বুঝিস ডুব
সাঁতারে একা
ভুলেরা সব বুঝি ডানা
মেলে?


তুই কি বুঝিস রোদের
ঝিকিমিকি
গহীন জলের বুকের উপর
খেলে?
তুই কি বুঝিস ডুব
সাঁতারে একা
ভুলেরা সব বুঝি ডানা
মেলে?


তুই কি আজও রাত্রি জেগে
পরম
নাটাই আমার উপায় করিস
চরম?
তুই কি আজও সাত সকালে
ঘুম?
স্বপ্ন দেখি মুহূর্ত
নিঝুম -----


তুই কি জানিস রোজ
দুপুরে আমি
আর খুঁজি না জীয়ন কাঠির
রেশ?
মাঝসাঁতারে আচম্বিতে
থামি
ডুব সাঁতারে শান্তি আছে
বেশ ।


তুই কি জানিস রোজ
দুপুরে আমি
আর খুঁজি না জীয়ন কাঠির
রেশ?
মাঝসাঁতারে আচম্বিতে
থামি
ডুব সাঁতারে শান্তি আছে
বেশ ।
তুই কি জানিস রোজ
দুপুরে আমি
আর খুঁজি না জীয়ন কাঠির
রেশ?
মাঝসাঁতারে আচম্বিতে
থামি
ডুব সাঁতারে শান্তি আছে
বেশ ।
তুই কি বুঝিস রোদের
ঝিকিমিকি
গহীন জলের বুকের উপর
খেলে?
তুই কি বুঝিস ডুব
সাঁতারে একা
ভুলেরা সব বুঝি ডানা
মেলে?
তুই কি জানিস খুব
দিয়েছি ডুব
আবার একটা শান্ত গহীন
জলে?
তুই কি জানিস ফের
ভিজিয়ে গা
বিষন্নতা ভাসিয়েছি
কৌশলে?
বিষন্নতা ভাসিয়েছি
কৌশলে?
বিষন্নতা ভাসিয়েছি
কৌশলে?


No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...