Saturday 13 January 2018

তৃতীয় বিশ্ব




তোমায় নীল তোমায় লাল তোমায় সবুজ দেব আমি
ছোঁব কালো বাসবো ভালো হয়ে অবুজ বিপথগামী
ওহ ও ও
তোমায় নীল তোমায় লাল তোমায় আমি সকাল দেব
তোমার রক্ত তোমার কান্না তোমার ঘাম ও মেখে নেব
এত ক্লান্তজে ঘুমোতে পারি না না না
গোপন যন্ত্রনা সইতে পারি না না না
এত দায়িত্ব আর বইতে পারি না না না
কেন নিভৃতে লুকোতে পারি না আআআ

আমি তোমার শরীর চুরি করতে চাই

তোমার বাবা কে খুন করতে চাই

তোমার থাকা তোমার খাওয়া নাগদ টাকা দেব মাসে

ছাড়তে দেওয়াল একটা দরজা হৃদয় সারপ্লাস এ

ও মৃত শহরের জাত খুশি রাস্তার ধুসরতা ধুয়ে দেব
শুধু অযজ্ঞদের যুদ্ধ থেকে তুমি কেড়ে নেব

এত ক্লান্ত যে ঘুমোতে
গোপন

এত দায়িত্ব
কেন নিভৃতে
ও আমার প্রথম আমার দ্বিতীয় আর তৃতীয় বিশ্ব
হৃদয়ে নিঃস্ব প্রেমে অদৃশ্য হতে চাই চাই চাই

ও আমার প্রথম আমার দ্বিতীয় আর তৃতীয় বিশ্ব

তোমার সমাজে মাফিয়া রাজে অস্পৃশ্য হতে চাই
ও...ও...ও... মৃত শহরের যত খুশি রাস্তার
ধুসরতা ধুয়ে দেব
শুধু অযজ্ঞদের যুদ্ধ
থেকে তুমি কেড়ে নেব
ভুল বসতো পের হলাম বিপদ সীমানা
ভীতু প্রেমিক তুমি আমার জীবন বীমা না
আজ হারিয়েছি ফের পুরোহিতের ঠিকানা
পিচকারীতে রাঙাচ্ছি বিছানা
ও আমার প্রথম আমার দ্বিতীয় আর তৃতীয় বিশ্ব
হৃদয়ে নিঃস্ব প্রেমে অদৃশ্য হতে চাই চাই চাই
ও... আমার প্রথম......
তোমার সমাজে মাফিয়া রাজে............
ও... আমার প্রথম
হৃদয় নিঃস্ব প্রেমে অদৃশ্য.........
ও... আমার প্রথম............
তোমার সমাজে মাফিয়া রাজে......

No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...