শঙ্কায় খুজে পাই আমি নিরাপত্তা চারদিক ঝলমলে টলমল রাস্তা ধুমধাম হাত-পা জমা হয় বস্তায় মাটি ফুড়ে উঠে আসে রাশি রাশি সৈনিক আমাদের গুলি করে মারে তারা দৈনিক আমরাও মরে যাই বেচে উঠি পরদিন চোখ মুখ চুপচাপ দিনভর খাটনি আর পারছি না কি বীভৎস মজা খোজ রাখছি না কি বীভৎস ভুলে যাচ্ছি রোজ কি বীভৎস মজা ওষুধের ডোজ কি বীভৎস মনে নেই, মনে নেই আর মনে নেই, মনে নেই আর মনে নেই, মনে নেই আর ।। মেশিনের শব্দে চরাইয়ের নিঃশ্বাস প্রানহীন শহরে একটাই বিশ্বাস
Subscribe to:
Post Comments (Atom)
হাসপাতালে
আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...
-
মাঝরাতে লাইব্রেরীতে তারই অপেক্ষায় বসে ভাবছি কতক্ষণে সে আসবে আমার নিদ্রাহীনতার দেশে সঙ্গিনী অশরীরী কখনও এ্যাতোটা করেনা দেরী ...
-
তোমায় নীল তোমায় লাল তোমায় সবুজ দেব আমি ছোঁব কালো বাসবো ভালো হয়ে অবুজ বিপথগামী ওহ ও ও তোমায় নীল তোমায় লাল তোমায় আমি সকাল দেব ত...
-
চিলতে রোদে পাখনা ডোবায় মুচকি হাসে শহরতলী চিলতে রোদে পাখনা ডোবায় মুচকি হাসে শহরতলী রোজ সকালে পড়ছে মনে রোজ সকালে পড়ছে মনে এ কথাটা কেমনে ...
No comments:
Post a Comment