তুমি ডেনিমের ফাঁকে কিছু পুরাতনী ভুল গুঁজে রাখো আর ফ্রেশ লাইম খেতে খেতে বান্ধবী বোরখাতে ঢাকো তুমি পাথরের স্তুপ দিয়ে নিজেকে আড়াল করে বাঁচ
আর সে পাথর প্রাণ পেলে সানগ্লাসে ঢেকে ফেল দুচোখ এদিকে মাথাভর্তি প্রেজুডিস আর নতুন ফ্যাশন পরছি আমরা এক শতাব্দীর ট্যাবু নিয়ে নতুন কিছু কি করছি কোনো মানে নেই যে আধুনিক মানে জটিল হতে হবে কোনো মানে নেই যে আধুনিক মানে ধোঁয়া ধোঁয়া হতে হবে কোনো মানে নেই যে আধুনিক মানে সবুজ রঙের চুল কোনো মানে নেই যে আধুনিক মানে বাক্স ভর্তি ভুল তুমি ভেতরে ভেতরে কিছু অনুভব কর নাকি ফাঁকা তুমি এগোতে চেয়েছ নাকি অশিক্ষা কাদা ফাঁসে ছাঁকা তুমি দোকানে দোকানে ঘুরে আলো চুসে বাড়ি ফেরো রাতে আর সেলফোনে ব্যস্ততা বেজে ওঠে কানে আর হাতে এদিকে মাথাভর্তি প্রেজুডিস আর নতুন ফ্যাশন পরছি আমরা এক শতাব্দীর ট্যাবু নিয়ে নতুন কিছু কি করছি কোনো মানে নেই যে আধুনিক মানে জটিল হতে হবে কোনো মানে নেই যে আধুনিক মানে ধোঁয়া ধোঁয়া হতে হবে
No comments:
Post a Comment