Saturday, 13 January 2018

মন ঘুমায় রে

মন ঘুমায় রে।
মন ঘুমায় রে।
রংগিলা পাল তুইলা মন
ঘুমায় রে।
হাওয়া টানে উত্তরে তে।
জলে টানে দক্ষিনে।
রংগিলা পাল হাওয়ার সাথে
প্রেম করিল যে গোপনে।
হাওয়া জলে টানা টানি।
নৌকা পরে দিদ্বায় রে।
রংগিলা পাল তুইলা মন
ঘুমায় রে।
হাওয়া জলে টানা টানি।
নৌকা পরে দিদ্বায় রে।
রংগিলা পাল তুইলা মন
ঘুমায় রে।
মন ঘুমায় রে।
মন ঘুমায় রে।
রংগিলা পাল তুইলা মন
ঘুমায় রে।
যে বৈঠাতে বাইত মন অথয়
জল রাশি।
আজকে সে জন সেই জলেতে
হইয়াছে পরবাসি।
হাওয়া হাসে জলে নাচে।
বৈঠা শুধু কান্দে রে।
রংগিলা পাল তুইলা মন
ঘুমায় রে।
হাওয়া হাসে জলে নাচে।
বৈঠা শুধু কান্দে রে।
রংগিলা পাল তুইলা মন
ঘুমায় রে।
মন ঘুমায় রে।
মন ঘুমায় রে।
রংগিলা পাল তুইলা মন
ঘুমায় রে।
তিরে একা প্রান
বন্দুয়ার বুকে জমে ঢেউ।
ঢেউয়ে ভাঙ্গে বাসার
জমিন।
দেখে না তো কেউ।
ও মন তর পায়ে পরি।
বৈঠাখানা ধর না রে।
রংগিলা পাল তুইলা মন
ঘুমায় রে।
ও মন তর পায়ে পরি।
বৈঠাখানা ধর না রে।
রংগিলা পাল তুইলা মন
ঘুমায় রে।
মন ঘুমায় রে।
মন ঘুমায় রে।
রংগিলা পাল তুইলা মন
ঘুমায় রে।
মন ঘুমায় রে।
মন ঘুমায় রে।
রংগিলা পাল তুইলা মন
ঘুমায় রে।

No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...