তারে ভাবলে কি আর
জুড়ায় রে প্রান
না দেখলে নয়নের বন্ধু
রে
কর রে বন্ধু যা লয়
যা লয় তোমার মনে ।
কর রে বন্ধু যা লয়
যা লয় তোমার মনে ।
ঘরে ঘরে প্রেম বিলাইলাম
যাচিয়া যাচিয়া
ঘরে ঘরে প্রেম বিলাইলাম
যাচিয়া যাচিয়া
আমায় সুজন রাখলে শুধু
জ্বালাইয়া পুড়াইয়া
রে বন্ধুয়া।
কর রে বন্ধু যা লয় যা
লয় তোমার মনে
কর রে বন্ধু যা লয় যা
লয় তোমার মনে ।
তারে ভাবলে কি আর
জুড়ায় রে প্রান
না দেখলে নয়নে রে
বন্ধুরে
কর রে বন্ধু যা লয়
যা লয় তোমার মনে ।
কর রে বন্ধু যা লয়
যা লয় তোমার মনে ।
No comments:
Post a Comment