Sunday, 14 January 2018

এলোমেলো

নীরবে হায়
এ মন যে ভেসে যায়
জানিনা যে
কোন স্বপনের সীমায়
এলোমেলো মন
ভাবে শুধু তোমারে আজ
শেষ হবে রাত
শুধু তুমি আমি আজ।।


নীল জোছনায়, মন যে, হারায়
তারা জ্বলা এ আকাশে
নির্জনতায়, তোমাকেই চাই
ভালবাসতে আবেশে।।


তুমি যদি চাও বৃষ্টি
হবে আজ
এই রাতে আকাশের বুকে
তুমি যদি চাও তবে জোছনা
রবে
চাঁদ জেগে রয় মেঘেরও
ফাঁকে।।


No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...