Sunday, 14 January 2018

প্রজাপতি

মনে কর যেন তুমি আমি
নির্জনেতে বসে আছি
রাত নেমেছে আজ নতুন
আলোয়
জোছনাতে পাশাপাশি।।
তুমি আছো আমি আছি
ভালবাসায় মাতামাতি
তোমার আমার স্বপ্ন হয়ে
উড়ছে দেখ প্রজাপতি।।


চেয়ে দেখো ঐ চাঁদও জেগে
রয়
ভালবাসার রাত পাহারায়
চাইছি দুজন যেনো রাত না
ফুরায়
অকারনে নিরবতায়


No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...