Monday, 8 January 2018

অঙ্কের খাতা

কার্টেসিয়ান কো-অর্ডিনেটে আমরা ফ্রী তুমি ফোর কমা জিরো, আমি জিরো কমা থ্রী। আমাদের স্লোপ, নেগেটিভ খানিক,

তফাৎটা মেপে মাত্র পাঁচ ইউনিট। পালিয়ে যেও না abscissa ধরে আমিও আসছি নেমে জোর করে তবে দেখা হোক অরিজিন-এ নেব তোমাকে ঠিক চিনে অঙ্কের খাতা ভরে যাক অঙ্কের খাতা ভরে যাক অঙ্কের খাতা ভরে যাক না। অর্থগোনাল এই জীবন অর্থহীন ঘুরে ঘুরে সার্কেলটাও উদাসীন প্যারাবোলা দু হাত বাড়িয়ে পথ ভোলা থাক বিছানাতে দাস-মুখার্জি খোলা। পালিয়ে যেও না abscissa ধরে আমিও আসছি নেমে জোর করে তবে দেখা হোক অরিজিন-এ নেব তোমাকে ঠিক চিনে অঙ্কের খাতা ভরে যাক অঙ্কের খাতা ভরে যাক

No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...