Monday, 8 January 2018

দেশ্লাই; বাক্স

দেশ্লাই; বাক্স এক গ্লাস; একশো রাখঢাক; বন্ধ

কাটলাম; স্কন্ধ নিষ্প্রাণ; কন্ঠ ঘেঁটে, ঘন্ট অ্যাবসার্ড; গল্প ছ্যাবলামি; অল্প বানান; নির্ভুল ছুটি চাই, শীতঘুম ইনফেক্ট; ভাইরাস চকচক; স্মার্ট অ্যাস জানিনা কে বা কারা কখন আমার মাথায় ঢুকে পড়ে লন্ডভন্ড করে রেখে যায় জানিনা কে বা কারা কবে আমার দেওয়াল নোংরা করে ঘুমিয়ে থাকি অন্য বিছানায় হারলাম; পরখে জিতলাম; তর্কে গুগল্; করে বাঁচবই প্রজাপতি; হোক টেকসই গোটা দেশ; কাঁদছে অনশন; ভাঙছে খোলা হোক; শ্যাম্পেন ভুল্ভাল; ক্যাম্পেন জানিনা কে বা কারা কখন আমার মাথায় ঢুকে পড়ে লন্ডভন্ড করে রেখে যায় জানিনা কে বা কারা কবে আমার দেওয়াল নোংরা করে ঘুমিয়ে থাকি অন্য বিছানায় জানিনা কে বা কারা কখন আমার মাথায় ঢুকে পড়ে লন্ডভন্ড করে রেখে যায় জানিনা কে বা কারা কবে আমার দেওয়াল নোংরা করে ঘুমিয়ে থাকি অন্য বিছানায়

দেশ্লাই; বাক্স দেশ্লাই; বাক্স দেশ্লাই; বাক্স দেশ্লাই; বাক্স দেশ্লাই; বাক্স দেশ্লাই; বাক্স দেশ্লাই; বাক্স দেশ্লাই; বাক্স

No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...