Monday, 8 January 2018

বাড়িয়ে দাও তোমার হাত

বাড়িয়ে দাও তোমার হাত....আমি আবার তোমার আঙ্গুল ধরতে চাইবাড়িয়ে দাও তোমার হাত....আমি আবার তোমার আঙ্গুল ধরতে চাইবাড়িয়ে দাও তোমার হাত … তোমার হাত
কিভাবে কাঁচের দেয়ালযেন আটকে থেকে যাই.....কখনো ফুরোয় কথায়...অনেক সন্ধ্যেবেলায়তোমার ক্লান্ত চুলের হাত....ছোঁয়াও আমার মাথায়....এখন কৃষ্ণচূড়ার আলোয়...আমাদের রাস্তা সাজানো...ও....ও...হো....হো...তোমার পাশেই আমায় পাবেতোমার রক্তে বানানো....বাড়িয়ে দাও তোমার হাত....আমি আবার তোমার আঙ্গুল ধরতে চাইবাড়িয়ে দাও তোমার হাত....আমি আবার তোমার পাশেই হাটতে চাই....বাড়িয়ে দাও তোমার হাত … তোমার হাত
মনের ভেতর ঘরে....কিছু পাথর জমানো....ভাঙতে চাইছি যখনপাহাড় বরফ ঠেলে মুহূর্ত গলানোহয়তো যাবে তখন....এখন কৃষ্ণচূড়ার আলোয়...আমাদের রাস্তা সাজানো...ও....ও...হো....হো...তোমার পাশেই আমায় পাবেতোমার রক্তে বানানো....বাড়িয়ে দাও তোমার হাত....আমি আবার তোমার আঙ্গুল ধরতে চাইবাড়িয়ে দাও তোমার হাত....আমি আবার তোমার পাশেই হাটতে চাই....বাড়িয়ে দাও তোমার হাত … তোমার হাত

No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...