Monday, 8 January 2018

রাত আমার শরীরে

রাত আমার শরীরে, আনাচে কানাচে ঘোরেখুঁজে চলে ঘুমের গানজোছনার চাদরে ঘুমের ভান
ঘুম আসে না দুচোখে, জোনাকিরা যায় ডেকেওদের হাসির শব্দে আমারচোখ লুকোনোর অভিযান
গল্প দাও, রাত্রি তুমি কিছু গল্প দাওঘুম আজ মৃত্যু নাও, সকাল নতুন জন্ম দাওবন্ধু হও, রাত্রি তুমি আমার বন্ধু হওচোখের পাতায় আঙ্গুল ছোঁয়াওজন্মের আগে জন্ম হও, রাত আমার শরীরে
রাত আমার শরীরে, আনাচে কানাচে ঘোরেখুঁজে চলে ঘুমের গানজোছনার চাদরে ঘুমের ভান
ঘুম আসে না দুচোখে, জোনাকিরা যায় ডেকেওদের হাসির শব্দে আমারচোখ লুকোনোর অভিযান
রাত আমার শরীরে, রাত আমার শরীরেরাত আমার শরীরে, রাত আমার শরীরে

No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...