Saturday, 13 January 2018

যারে

যারে যারে উড়ে যারে
পাখি
ফুরালো প্রাণের মেলা,
শেষ হয়ে এলো বেলা,
আর কেন মিছে তোরে বেঁধে
রাখি।।
আকাশে আকাশে ফিরে, যা
ফিরে আপন নীড়ে, শ্যামল
মাটির বনছায়।
শুধু মনে মনে তোকে ডাকি,
চাহিনা খেলিতে খেলা,
শেষ হয়ে এলো বেলা
আর কেন মিছে তোরে বেঁধে
রাখি।।
আমারই স্বপ্ন হয়ে, কত কি
যে গেছ কয়ে হৃদয়
পিঞ্জরে বসিয়া।
জানি সবই রয়ে গেল, বাকী
এবারে ভাসাব ভেলা, শেষ
হয়ে এলো বেলা
আর কেন মিছে তোরে বেঁধে
রাখি

No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...