Saturday, 13 January 2018

জাদু

মেয়ে তুমি তো আমার নও
চেনা
পলক তবু কেন আর পরেনা
জানি না আজ কি হলো
যেওনা যেওনা কিছু তো
বলো
যদি কথা না হয়
যদি দেখা না হয়
হারিয়ে যাও এক ঝলকে
মেয়ে কথা না কও
মেয়ে ফিরে না চাও
সঙ্গী করে নাও আমাকে
হৃদয়ের প্রাণ মোহনায়
ভেসে যাব আজ দুজনায়
চলনা মেঘের সীমানায়
সাজিয়ে দেব দুজনায়
হৃদয়ের প্রাণ মোহনায়
ভেসে যাব আজ দুজনায়
চলনা মেঘের সীমানায়
সাজিয়ে দেব দুজনায়।


জাদু চোখেতে করেছ
দিশেহারা
ভুলতে চাই তবু পারিনা
আমি যে আজ পাগলপারা,
তোমাতে…(২)
জানিনা বুঝিনা, কিছু তো
মানিনা
মন জানে হায় তোমাকে
তোমাকে ছাড়া হায়, বেঁচে
থাকা যে দায়
ফিরিয়ে দিও না আমাকে
হৃদয়ের প্রাণ মোহনায়
ভেসে যাব আজ দুজনায়
চলনা মেঘের সীমানায়
সাজিয়ে দেব দুজনায়
হৃদয়ের প্রাণ মোহনায়
ভেসে যাব আজ দুজনায়
চলনা মেঘের সীমানায়
সাজিয়ে দেব দুজনায়।


মায়া হাসিতে, লাগে যে
এলোমেলো
সবই যেন লাগে অচেনা
তুমি শুধু ফিরবে না
হাসিতে……(২)
পারিনা ফেরাতে, নিজেকে
কিছুতে
কান পেতে শুনি সে হাসি।
পৃথিবী ভুলে যাই,
তোমারই ইশারায়
তুমি এমনি সবর্নাশী
হৃদয়ের প্রাণ মোহনায়
ভেসে যাব আজ দুজনায়
চলনা মেঘের সীমানায়
সাজিয়ে দেব দুজনায়
হৃদয়ের প্রাণ মোহনায়
ভেসে যাব আজ দুজনায়
চলনা মেঘের সীমানায়
সাজিয়ে দেব দুজনায়।


No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...