Tuesday, 9 January 2018

ধুসর মেঘ

ধুসর মেঘ,
জমানো আকাশ
অতিক্রান্ত পথ খুব
অচেনা
শালিকের পিঠে, বয়ে আনা
দুঃখ তারাদের থেকে কেনা


ধুসর মেঘ, জমানো আকাশ
অতিক্রান্ত পথ খুব
অচেনা
শালিকের পিঠে বয়ে আনা
দুঃখ তারাদের থেকে কেনা


দীপগুলো দুরান্তে
জ্বলে
জোনাকিরা অভিমানে কালো
এ শুন্য নিয়ন কথা বলে
আঁধারেরা তার চেয়ে ভাল


দিপগুলো দুরান্তে
জ্বলে
জোনাকিরা অভিমানে কালো
এ শুন্য নিয়ন কথা বলে
আঁধারেরা তার চেয়ে ভাল


ধুসর মেঘ জমানো আকাশ
শহরের কাঁধে সন্ধ্যার
ভর
আদরে হাসে ছোট ছোট কাশ
ধুলো ওঠে বাতাসে অতঃপর


ধুসর মেঘ... তারাদের থেকে
কেনা


No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...