Tuesday, 9 January 2018

মুখোশের আড়ালে

ইট-কাঠ পাথরের মুখোশের
আড়ালে, আড়ালে,
বাধা ছিল মন কিছু
স্বার্থের
মায়াজালে, মায়াজালে।


কংক্রিট চার দেয়ালের
বেহিসেবি খেয়ালের,
দেয়ালের, দেয়ালের।


ইট-কাঠ পাথরের মুখোশের
আড়ালে, আড়ালে,
বাধা ছিল মন কিছু
স্বার্থের
মায়াজালে, মায়াজালে।


অচেনা পথের প্রতি
বাঁকে,
হাজার মানুষ মিলে
স্বপ্ন আঁকে।


বিশ্বাসে অন্যের হাতে
হাত রাখে,
স্বপ্ন আঁকে।
ইট-কাঠ পাথরের মুখোশের
আড়ালে, আড়ালে,
বাধা ছিল মন কিছু
স্বার্থের
মায়াজালে, মায়াজালে।


No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...