Monday, 8 January 2018

আহারে মন

আমরা যারা এই চেহারা হন্যে হয়ে রোজ পাহারা তাও শুকিয়ে যায় ফোয়ারা
প্রেম পালিয়ে যায় । আলোর দড়ি জড়ায় তাকে এমনিতে সে একলা থাকে, আজ কে জানে, কিসের ডাকে, প্রেম পালিয়ে যায় । আহারে মন, আহারে মন, আহারে মন আহারে আহা...। আহারে মন, আহারে মন, আহারে মন আহারে আহা...। আমরা যারা রঙ তুলিতে স্বপ্ন ভরা এই ঝুলিতে... । আমরা যারা রঙ তুলিতে, স্বপ্ন ভরা এই ঝুলিতে... মরবো ভাবি সেই গুলিতে সে যদি তাকায় । আমরা যারা এই চেহারা, খেলছি তবু রোজ গোহারা, হারছি হেরে সর্বহারা প্রেম পালিয়ে যায় । আহারে মন, আহারে মন, আহারে মন আহারে আহা ...। আহারে মন, আহারে মন, আহারে মন আহারে আহা...।
যেই ক্যামেরা দিচ্ছো খালি পোজ, ছদ্মবেশে ঘুরছি আমি রোজ । পদ্মপাতা জল, কাপছে টলমল, এই বুঝি সে আমার নিলো খোঁজ । যেই ক্যামেরা দিচ্ছো খালি পোজ, ছদ্মবেশে ঘুরছি আমি রোজ । পদ্মপাতা জল, কাপছে টলমল, এই বুঝি সে আমার নিলো খোঁজ । আমরা যারা এই চেহারা হন্যে হয়ে রোজ পাহারা, তাও শুকিয়ে যায় ফোয়ারা, প্রেম পালিয়ে যায় । আহারে মন, আহারে মন, আহারে মন আহারে আহা ... । আহারে মন, আহারে মন, আহারে মন আহারে আহা ... । আহারে মন, আহারে মন, আহারে মন আহারে আহা ... । আহারে মন, আহারে মন, আহারে মন আহারে আহা ..

No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...