ঠান্ডা দু চোখ, অগোছালো চুল জোটানো মুরোদ, ছাই চাপা ভুল হাওয়াই চটির, ভেজা ভেজা চাপ জানে…
আঁকার খাতা, জুতোর ফিতে দরজার খিল, হারে আর জিতে গোঁফের রেখা, ফেলা আসা পাপ জানে… খবর আমার… কবর তলায়… সূর্য উঠে, ডুবে যায় আছি আমি, আছো কি কেউ এসে আমাকে ভোলানোর মাখি আমি, জলের রোদ চেষ্টা চালায় পালানোর খবর আমার কবরতলায় সূর্য উঠে ডুবে যায় মনে পড়ে কাছের কেউ হলো নিমিষে অচেনা কারো কাছে জানার আছে আমারো ঠিকানা খবর আমার কবর তলায় সূর্য উঠে ডুবে যায়
No comments:
Post a Comment