Tuesday, 9 January 2018

চাই

একটা একটা এলোমেলো পায়ে
একটু একটু তোমার কাছেই
যাওয়া
একটা দুটো অচেনা কথার
মোড়ে
একটু একটু তোমায় খুজেই
পাওয়া

মেঘের থেকে আকাশ ছোঁয়া
মেঘ করে সব চুরি
চাঁদ পোড়ানো রাত জাগার
আড়ষ্ট নাই
ভাবছি যত উজার করে
দিচ্ছি আমার সব
আসলে এসব তোমার কাছেই
চাই

একটা একটা ঘুম ভাংগানোর
ছলে
একটু একটু স্বপ্ন দেখে
সারা
একটা দুটো বায়না বাকি
রেখে
একটু একটু নিজের কাছেই
হারা

No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...