Saturday, 13 January 2018

মা




তুমি তোমার ই ধরার মাঝে
মোরে পাঠালে আপন কাজে
ও তুমি তোমার ই ধরারি মাঝে
মোরে পাঠালে আপন কাজে
আমি খেলা করি পথে ফিরি পথ হতে
আঁধার জীবনও সাঁঝে
আমি দাঁড়ায়ে ছিলাম তাই
ভিতর নীরব অপরাধীসম
শুধালে জবাব নাই
আমি দাঁড়ায়ে ছিলাম তাই
ভিতর নীরব অপরাধীসম
শুধালে জবাব নাই
মা তোর স্নেহের শাসনে
ক্ষমার আদরে
মা তোর স্নেহের শাসনে
ক্ষমার আদরে। হৃদয়ে গিয়েছে গলে
ও মা এই যে নিয়েছো কোলে
ও মা এই যে নিয়েছো কোলে
ও মা এই যে নিয়েছো কোলে
আগে খুব করে মোরে মেরে ধরে
আগে খুব করে মোরে মেরে ধরে
শেষে যায় জাদু বাচা বলে

No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...