Saturday, 13 January 2018

বিষাক্ত মানুষ





সে চেনাল
আমাকে
এ শহরের

অলিগলি
সে পাঠাল
উপহার
একটা চক্রব্যূহ
সে চক্রব্যূহে আজও
বন্দি হয়ে আছি
সে চোরাবালি আজও
গ্রাস করছে আমাকে
ভালবাসি তাকে
তার নিষিদ্ধ অসুখের
একরোখা ভাইরাসে
মরে যাওয়ার আশায়

আমি ভালবাসি যাকে
সে বিষাক্ত মানুষ
সবুজ তার শিরা
ফ্যাকাশে আঙুল
নীলাভ তার ঠোঁটে
সাপের ছোবল
নিলয়ে অলিন্দে
খামখেয়ালি প্রবাহ
আমি দেখেছি আঁধারে
দেখেছি আলোকে
যেমন করে দেখে
কোনও মুগ্ধ বালকে
বীভৎস শরীরে
বিষাক্ত ক্ষত
অবিশ্বাস ও ঘৃণার
প্রতিমা শাশ্বত
সে চক্রব্যূহে আজও
বন্দি হয়ে আছি
সে চোরাবালি আজও
গ্রাস করছে আমাকে
ভালবাসি তাকে

তার নিষিদ্ধ অসুখের

একরোখা ভাইরাসে

মরে যাবার আশায়

সে চক্রব্যূহে আজও
বন্দি হয়ে আছি
সে চোরাবালি আজও
গ্রাস করছে আমাকে
ভালবাসি তাকে
তার নিষিদ্ধ অসুখের
একরোখা ভাইরাসে
মরে যাবার আশায়
সে চক্রব্যূহে আজও
বন্দি হয়ে আছি
সে চোরাবালি আজও
গ্রাস করছে আমাকে
ভালবাসি তাকে
তার নিষিদ্ধ অসুখের
একরোখা ভাইরাসে
মরে যাবার আশায়

No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...