বস্তিওয়ালা জাগো….
আমি এক পাহরাদার
সাধ্য আছে কার বাবার
আমার চোখে ধুলা দিয়া
হইয়া যাবি পার।।
(কে বাবা রাইতের বেলা
ঘুর ঘুর করতাছ
চুরির মতলব বুঝি, হ্যা…
যা. খাইটা খা
হা …. হা… হা…. আর খাবি কত)
হে হে হে….
আশ খাইলি পাশ খাইলি
খাইলি গোলার ধান
দুই খান মানুষ বছর বছর
হইলি যে খান।
ঘরের মধ্যে নাই ঠাই
পথে ঘাটে জায়গা নাই
কয়দিন পরে দুনিয়াটা
হইবো রে ছারখার।।
(এই শালা মানুষ দেইখ্যা
পথ চলতে পারস না
রাইতকানা নাকি
ওরে বাবা কত মোটারে
কোন দোকানের চাল খাও
বাবা)
হে হে হে….
খুন করলি ডাকাতি করলি
করলি কত চুরি
পরের ধন লুইটা পুইটা
বাড়াইলি তোর ভুরি।
শোনরে শোন ঐ ভোমসা পাঠা
এইবার যাইবো গর্দান
কাঁটা
অন্যায় কইরা বাঁচবো না
রে কোন মজুতদার।।
No comments:
Post a Comment