কবিতায় বলেছিলে
কবিতায় বলেছিলে
চন্দ্ররাতে তুমি আসবে
কাছে
এর পর কেটে গেছে কত না
ভরা পূর্নিমা
স্বপ্নেতে বলেছিলে
বৃষ্টি এলে ডাকবে কাছে
এর পর হয়ে গেছে কতনা
বর্ষা ধারা
বলেছিলে এক নদী দুঃখ
হলে
ভালবাসবে এই আমাকে
চেয়ে দেখো এই বুকে আজ
কত শত নীল বেদনা
কবিতায় বলেছিলে
চন্দ্ররাতে তুমি আসবে
কাছে
জানালার শার্সিতে
বেদনার আরশিতে
হতাশার জলছায়া ভাসে
মনের উঠোন জুড়ে বিষাদের
সাত্সুরে
কষ্ঠের শেষ হাসি হাসে
বলেছিলে এক নদী দুঃখ
হলে
ভালবাসবে এই আমাকে
চেয়ে দেখো এই বুকে আজ
কত শত নীল বেদনা
কবিতায় বলেছিলে
চন্দ্ররাতে তুমি আসবে
কাছে
বিশাদেন আরাধনা কষ্টের
আল্পনা
এই মনে চিরস্থায়ী আজ
রংতুলি জলছবি ভালবাসা
ভুল সবি
ছলনার সাধে প্রতি ভাজ
বলেছিলে এক নদী দুঃখ
হলে
ভালবাসবে এই আমাকে
চেয়ে দেখো এই বুকে আজ
কত শত নীল বেদনা
কবিতায়েঃ বলেছিলে
চন্দ্ররাতে তুমি আসবে
কাছে
এর পর কেটে গেছে কত না
ভরা পূর্নিমা
স্বপ্নেতে বলেছিলে
বৃষ্টি এলে ডাকবে কাছে
এর পর হয়ে গেছে কতনা
বর্ষা ধারা
বলেছিলে এক নদী দুঃখ
হলে
ভালবাসবে এই আমাকে
চেয়ে দেখো এই বুকে আজ
কত শত নীল বেদনা।।
Sunday, 14 January 2018
কবিতায়
Subscribe to:
Post Comments (Atom)
হাসপাতালে
আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...

-
মাঝরাতে লাইব্রেরীতে তারই অপেক্ষায় বসে ভাবছি কতক্ষণে সে আসবে আমার নিদ্রাহীনতার দেশে সঙ্গিনী অশরীরী কখনও এ্যাতোটা করেনা দেরী ...
-
তোমায় নীল তোমায় লাল তোমায় সবুজ দেব আমি ছোঁব কালো বাসবো ভালো হয়ে অবুজ বিপথগামী ওহ ও ও তোমায় নীল তোমায় লাল তোমায় আমি সকাল দেব ত...
-
চিলতে রোদে পাখনা ডোবায় মুচকি হাসে শহরতলী চিলতে রোদে পাখনা ডোবায় মুচকি হাসে শহরতলী রোজ সকালে পড়ছে মনে রোজ সকালে পড়ছে মনে এ কথাটা কেমনে ...
No comments:
Post a Comment