Sunday, 14 January 2018

তোমায় ঘিরে আকাশ

শ্যামল ভূমির মাঝে তুমি
তোমায় ঘিরে আকাশ আমি
পিয়াসায় মন যখন তোমার
ক ফোটা জল তোমার আমি
একি আকাশে উরবো দুজন
হাওয়ায় হাওয়ায় ভাসবো
মন গভীরে স্বপ্ন টাকে
ছুয়ে তোমায় বলব
ভালোবাসায় এমন ধরন
যার কভু হয় না মরন
তুমি রবে আছ যেমন
সবুজ রঙে রাঙা যেমন
নিশি জাগা পাখি আমি
তোমার উঠোনে রাত প্রহরী
তুমি স্বপ্নে মগন ঘুমে
যখন
বিভোর তখন তোমাতে আমি
সূর্য থেকে আলো এলে
আবির খেলা খেলব
অবুঝ চোখের মায়ায় পরে
আবার সুরে গাইবো
ভালোবাসায় এমন ধরন
যার কভু হয় না মরন
তুমি রবে আছ যেমন
সবুজ রঙে রাঙা যেমন

No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...