Sunday, 14 January 2018

আমার সুখের সাথে

আমার সুখের সাথে তুমি
মিলালে আনন্দ
তবে আমার গানের সাথে
তুমি মিলিয়ে দাও ছন্দ


আমার সুখের সাথে তুমি
মিলালে আনন্দ
তবে আমার গানের সাথে
তুমি মিলিয়ে দাও ছন্দ
অনেক দুরের থেকে মিষ্টি
হাসির ঐ সাদা পায়রা
ওড়ালে


আমার হাতের সাথে তোমার
কোমল হাত বাড়ালে
হিমেল বাতাসটাকে সরিয়ে
দিয়ে আনলে দখিনা মৃদু
ছন্দ
আমার সুখের সাথে তুমি
মিলালে আনন্দ
তবে আমার গানের সাথে
তুমি মিলিয়ে দাও ছন্দ
শেষ অক্ষর থেকে সৃষ্টি
গানের মধুর মেলোডি তুমি
ছড়ালে
কাজল চোখের সাথে
সন্ধ্যার মায়াটুকু
মিলালে
মধুর মিলন হল যখন
জানিয়ে দিলে সত্ত্বেও
আছে কিছু গন্ধ
আমার সুখের সাথে তুমি
মিলালে আনন্দ
তবে আমার গানের সাথে
তুমি মিলিয়ে দাও ছন্দ


No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...