Monday, 8 January 2018

Ghoum Machine

চশমা মুছছি সামলে আর হাঁটি বৃষ্টি থামলে থামলে থামলে ময়লা জামা গায়ে কাদা উঠছে পায়ে পায়ে

পায়ে পায়ে চশমা মুছছি সামলে আর হাঁটি বৃষ্টি থামলে থামলে থামলে ময়লা জামা গায়ে কাদা উঠছে পায়ে পায়ে পায়ে পায়ে কার মত কে হয় বলো কার মত কে হয় থেমে যাওয়া ঘুম মেশিন আমার আর কাজ করছে না জেগে থাকে এক পোশাকের রাত কোথাও আর যাচ্ছে না আআআ... বাসন মাজার শব্দ করছে তোমায় জব্দ জব্দ জব্দ নাম নিয়েছো ছদ্ম তাই কলম এ অবাধ্য অবাধ্য অবাধ্য বাসন মাজার শব্দ করছে তোমায় জব্দ জব্দ জব্দ

নাম নিয়েছো ছদ্ম তাই কলম এ অবাধ্য অবাধ্য অবাধ্য

বলো কার ভালো কে যায় থেমে যাওয়া ঘুম মেশিন আমার আর কাজ করছে না জেগে থাকে এক পোশাকের রাত কোথাও আর যাচ্ছে না আগুনের ফুলকি ছোঁয়া যায় নিভে যেনো নিভছে না বেজে ওঠা দমকলের তোমার লালগাড়ি আসছে না আআআ... লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা

No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...